রাজধানীর বিভিন্ন জায়গায় ইসতিসকার নামাজ আদায়

|

তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে এবং বৃষ্টি ও স্বস্তিদায়ক কোমল আবহাওয়ার প্রার্থনায় রাজধানীর বিভিন্ন জায়গায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) এই নামাজ আদায় করা হয়।

এসময় মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি কামনা করে দুই রাকাত নামাজের পর পাঠ করা হয় খুতবা। পরে প্রখর রোদের মধ্যে মোনাজাতে কান্নাজড়িত কণ্ঠে মুসল্লিরা ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ কামনা করেন।

তারা বলেন, সারাদেশে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই অসহনীয় গরমে ছোট বাচ্চা এবং বৃদ্ধরা কষ্ট পাচ্ছে, অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। এমন অসহনীয় পরিস্থিতি থেকে একমাত্র আল্লাহই মুক্তি দিতে পারেন। সেজন্য তারা আল্লাহর রহমত কামনা করেন।

এই অবস্থা থেকে মুক্তির জন্য সারাদেশেই ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে প্রার্থনা করছেন। সেইসাথে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে পরিশুদ্ধির সময়ও এটি বলে জানান তারা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply