‘সরকারই অতি বাম-ডানকে এক কাতারে দাঁড় করিয়েছে’

|

বর্তমান সরকারই অতি বাম ও ডানকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রোববার (৫ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ঐক্য গড়ে উঠেছে। এই ঐক্যের প্রতি জনগণ তাদের সমর্থন জানিয়েছে। নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে বিরোধী ঐক্যের সকলে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আন্দোলনে রাজপথে আছে।

এসময় বর্তমান প্রধানমন্ত্রীর বিকল্প প্রসঙ্গে সাইফুল হক বলেন, কোন দল ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী কে হবেন তা জনগণই ঠিক করবে।

প্রসঙ্গত, গত ২ মে অতি বাম ও অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করছে বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি না থাকলে দেশ পরিচালনা করবে কে? এমন প্রশ্নও ছুড়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, এখনও কোনো নেতৃত্ব তৈরি হয়নি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply