ছেড়ে দেয়া হলো টাকাসহ ধরে ফেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনকে

|

ব্যাগ ভর্তি টাকাসহ আটক পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে। জানানো হয়, আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয় শাহীনকে। যে টাকা জব্দ করা হয়েছিল তা নির্বাচনী ব্যয়ের সীমার মধ্যেই ছিল। তবে, জব্দকৃত টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে শাহীনসহ সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রার্থী শাহিনুজ্জামান শাহীন বলেন, কোনো অসৎ উদ্দেশ্যে না; নির্বাচনী সকল ব্যয় পরিশোধের জন্য টাকাগুলো আনা হয়েছিল। তিনি ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেন।

গতরাতে শাহীনের গাড়ি থেকে ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার টাকা জব্দের কথা জানায় র‍্যাব। এসময় ১০ কর্মী-সমর্থকসহ তাকে আটক করা হয়। এরপর থেকেই তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ করতে থাকে। আজ দুপুরে সুজানগর-নাজিরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা। গতরাতেও সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে তার কর্মী-সমর্থকরা।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply