আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় আনচেলত্তি

|

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান ক্লাসিকো’র এই ম্যাচে বায়ার্নকে হারিয়ে আরেকটি জাদুকরী রাত হতে পারে বলে মন্তব্য করেছেন লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি। সেই সাথে প্রতিপক্ষ বায়ার্নকে প্রশংসায় ভাসিয়ে দুই দলেরই ফাইনালে খেলার সম্ভাবনার কথা বলেছেন রিয়াল বস।

বুধবার (৮ মে) নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু’তে ফিরতি লেগের খেলায় জার্মান ক্লাবটিকে আতিথ্য জানাবে স্প্যানিশ জায়ান্টরা। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগে বায়ার্ন মিউনিখের সাথে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। ফাইনাল নিশ্চিতের মঞ্চে ফিরতি লেগে তাই নিজেদের শেষ মুহূর্তে ঝালাইয়ে ব্যস্ত আনচেলত্তির দল। প্রথম লেগে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে রেকর্ড ১৪’বারের চ্যাম্পিয়নরা সতর্ক লড়াইয়ে নামার আগে। অনুশীলনে শিষ্যদের দিকে তাই বিশেষ নজরদারি গুরু কার্লো আনচেলত্তির। তবে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে দুই দলের সমান সুযোগ আছে বলে মনে করেন তিনি। কার্লো আনচেলত্তি বলেন, আমার কাছে দুই ক্লাবকেই সমান লাগে। তারাও চ্যাম্পিয়নস লিগের ঐতিহ্যবাহী ও ইতিহাস সমৃদ্ধ একটি দল। প্রথম লেগে বায়ার্ন মিউনিখ আমাদের চেয়ে যথেষ্ঠ ভালো খেলেছিল। তাই দুই দলেরই সমান সুযোগ থাকছে ফাইনালে খেলার।

চলতি লা লিগায় নতুন কীর্তি গড়েছে রিয়াল মাদ্রিদ। স্পেনের শীর্ষ পর্যায়ে প্রতিযোগিতায় রেকর্ড ৩৬ বার শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্টরা। সেই ধারাবাহিকতা চ্যাম্পিয়নস লিগেও ধরে রাখার প্রত্যয় লস ব্লাঙ্কোদের। আনচেলত্তি বলেন, আমরা ভীষণ রোমাঞ্চিত। কারণ আমাদের জন্য আরেকটি জাদুকরী রাত হতে পারে এটি। তবে সেখানেও খুব বেশি আশাবাদ রাখা যাচ্ছে না। আমরা জানি কী ধরনের পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply