হবিগঞ্জে সংঘর্ষে ৩ জন নিহত, আটক হয়নি কেউ

|

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১০ মে) পুলিশ জানায়, জড়িতদের ধরতে অভিযান চলছে। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধ ছিল আগুয়া গ্রামের সিএনজি চালক কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদিরের। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে সিএনজি স্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পরে নিহত হয় ৩ সিএনজি চালক।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আগুয়া গ্রামের অটোরিকশাচালক কাদির মিয়া (৩০), তার নিকটাত্মীয় সিরাজ মিয়া (৫০) ও লিলু মিয়া (৫০)। সংঘর্ষে আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply