যান্ত্রিক ক্রটি নিয়ে এয়ার এরাবিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ, প্রাণ রক্ষা ১৯৮ জনের

|

এয়ার এরাবিয়ার একটি বিমানের সংগৃহীত ছবি।

চট্টগ্রাম ব্যুরো:

যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ফ্লাইটটিতে থাকা ১৯৮ জন। শুক্রবার (১০ মে) সকাল ৯টার দিকে ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা যায়, সকালে দুবাই থেকে নির্ধারিত শিডিউল অনুযায়ী ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছায়। কিন্তু অবতরণের আগে বিমানটির হাইড্রোলিকে ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি সহায়তা চাওয়া হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির বিষয়টি জানার পর প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেয়া হয়। ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে বিমানটি রানওয়েতে নিরাপদে অবতরণ করে। পরে রানওয়েতে বিমানটি প্রায় ১২ মিনিট দাঁড়িয়ে ছিল। এরপর ত্রুটি সারানোর জন্য বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply