নারায়ণগঞ্জে পুকুরে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

|

প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে সিথিল (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) বিকেলে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজের পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিথিল রাজধানীর খিলক্ষেত থানার কুড়াতলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক অলিউর রহমান জানান, বুধবার বেলা ১২টার দিকে সিথিলসহ তার কয়েকজন বন্ধু সরকারি মুড়াপাড়া কলেজে ঘুরতে আসে। পরে দুপুরের দিকে তারা কলেজের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সবাই সাতঁরে পুকুরের মাঝখানে যায়। এ সময় সবাই ফিরে আসলেও সিথিল পানিতে ডুবে যায়। পরে বিকাল ৫টার দিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply