দলগত ব্যাটিংয়ে রাজস্থানের বিপক্ষে লড়াকু সংগ্রহ বেঙ্গালুরুর

|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১৭৩ রানের টার্গেট দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বুধবার (২২ মে) আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে এ সংগ্রহ পায় ফাফ ডু প্লেসির দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দেখেশুনে খেলতে থাকে বেঙ্গালুরুর দুই ওপেনার ভিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে দলীয় ৩৭ রানে প্রথম উইকেটের পতন ঘটে বেঙ্গালুরুর। ব্যক্তিগত ১৭ রানে বোল্টের বলে পাওয়েলের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন অধিনায়ক ফাফ। বেশিক্ষণ থাকতে পারেননি কোহলিও। ৩৩ রানে চাহালের বলে তিনিও ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর ক্যামেরন গ্রিন আর রজত পাতিদার মিলে গড়েন ৪১ রানের নতুন জুটি।

দলীয় ৯৭ রানে অশ্বিনের বলে পাওয়েলের তালুবন্দি হয়ে ক্রিজ ছাড়েন গ্রিন। নতুন ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট হাসেনি এদিন। মাত্র এক বল খেলে শূন্য রানে ফেরেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত মহিপালের ৩২, দীনেশ কার্তিকের ১১ রানে ভর করে ১৭২ রানে শেষ হয় বেঙ্গালুরুর ইনিংস।

রাজস্থানের পক্ষে ৪৪ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন আভেশ খান। ২টি উইকেট পান রবীচন্দ্রন অশ্বিন। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, সন্দ্বীপ শর্মা ও চাহাল।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply