মাদারীপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের ডাসার উপজেলা কাজিবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপজেলার মাইজপাড়া গ্রামের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।

নিহতরা হলো- মাশফিয়া আক্তার (৮) ও আফিয়া আক্তার (৭)। মাশফিয়ার বাবার নাম গোলাম আজম ও আফিয়ার বাবার নাম গোলাম ফারুক। তারা দক্ষিণ মাইজপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে তারা দুইজন খেলছিল। এসময় তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের না দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করার একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে। পরে দুজনকে কালকিনি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

/এনকে 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply