মেসি-মার্টিনেজের জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার

|

আগামী ২১ জুন পর্দা উঠছে লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার। তার শেষ প্রস্তুতি ম্যাচে ৪-১ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টিনার প্রাণভ্রমরা লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ। তবে পেনাল্টি পেয়েও সতীর্থকে দিয়ে গোল না করালে এই ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করতে পারতেন মেসি। এমন দাপুটে জয়ে কোপা আমেরিকার আগে প্রতিপক্ষ দলগুলোকে কড়া বার্তাই দিয়ে রাখলেন মেসি বাহিনী।

শনিবার (১৫ জুন) ভোরে ওয়াশিংটনে গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে মেসির আর্জেন্টিনা। ম্যাচের মাত্র ৪ মিনিটেই লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় আলবেসেলেস্তেরা। তবে যে দলে মেসির মতো ফুটবল জাদুকর রয়েছেন সে দলতো বেশিক্ষণ পিছিয়ে থাকতে পারে না। ম্যাচেই ১২ মিনিটেই মেসির গোলে সমতায় ফেরেন আকাশি-সাদারা। বল পাস দিতে গিয়ে বক্সের ভেতর মেসির পায়ে বল তুলে দিয়েছিলেন গুয়েতেমালার গোলরক্ষক। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা। দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।

মেসিকে ভুল পাস দিলেও ম্যাচের প্রথম আধাঘণ্টায় ভালোই দাপট দেখায় গুয়েতেমালা। কয়েকবার পাল্টা আক্রমণে উঠেছেও তারা। যদিও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি দলটি। তবে ৩৫ মিনিটের পর নিজেদের সেরা ছন্দ খুঁজে পায় আর্জেন্টিনা। বলের দখলের পাশাপাশি বারবার আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে মেসি-মার্টিনেজরা। যার ফলও আসে ৩৯ মিনিটে। বক্সের ভেতর ভ্যালেন্টিন কার্বোনিকে ফাউল করে আর্জেন্টিনাকে পেনাল্টি দেয় গুয়েতেমালা। তবে পেনাল্টি শট নিজে নেননি মেসি। বল তুলে দেন লাওতারো মার্তিনেজকে। লক্ষ্যভেদ করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে নেমে আরও দাপট দেখাতে থাকে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিরতির পর পুরো ম্যাচেই একই আধিপত্য দেখায় আর্জেন্টাইন খেলোয়াড়রা। তাদের এমন দাপটে বলই পাচ্ছিল না গুয়েতেমালার খেলোয়াড়রা। আক্রমণের পর আক্রমণ চালালেও তৃতীয় গোল পেতে ৬৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্কালোনির দলকে। এবার নিজের জোড়া গোলে দলকে ৩-১-এর লিড এনে দেন মার্টিনেজ। এই গোলে সহায়তা করেন ইন্টার মায়ামির তারকা মেসি।

এরপর রদ্রিগো ডি পল একবার বল জালে জড়িয়ে ছিলেন। যদিও অফসাইডের কারণে ওই গোল বাতিল করেন রেফারি। ম্যাচের ৭৭ মিনিটে ফের মেসি জাদু দেখে ওয়াশিংটনের দর্শকরা। দারুণ এক আক্রমণে ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ট্রেডমার্ক চিপে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান এলএমটেন। এতেই ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশি-সাদারা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply