ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৪

|

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৫ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮ জন ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগ, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রোগী ভর্তি হয়েছেন। এদিকে শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১৪৩ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ৮০ জন এবং ঢাকার বাইরে ৬৩ জন ভর্তি ছিলেন।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন নারী ও ২০ জন পুরুষ। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন হাজার ২০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ১ হাজার ৯৩৮ জন ও নারী ১ হাজার ২৬৯ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply