মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

|

প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পড়ে আলম হোসেন (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলম হোসেন নোয়াখালী জেলা সোনাইমুড়ি থানার বটগ্রামের সিরাজুল হকের সন্তান। তিনি পেশায় পান-সুপারি ব্যবসায়ী ছিলেন।

নিহত আলমকে হাসপাতালে নিয়ে আসা আবু বক্কার সিদ্দিকী জানান, মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে আলম। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply