দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

|

প্রতীকী ছবি

সারাদেশ ডেস্ক:

দেশের দক্ষিণাঞ্চলে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) সকালে ঘটা এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

পুলিশ জানায়, সকালে বরিশাল থেকে বেপারী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে গড়িয়ারপাড় এলাকায় একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

গুরুতর আহত কয়েকজনকে শের-ই-বাংলা মেডিকেলে নেয়া হয়। পরে বাসের হেলপার ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরও আহত ৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে, এদিন সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার শ্রীরামপুর বাজার এলাকায় সিএনজি অটোরিকশাকে চাপা দেয় সাকুরা পরিবহনের একটি বাস। এতে নিহত হয়েছেন দুইজন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply