রাজবাড়ীতে পদ্মা নদীতে ডুবে শিশু নিখোঁজ

|

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়ায় পদ্মা নদীতে ডুবে তুহিন প্রামাণিক (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ তুহিন প্রামাণিক একই এলাকার আমিরুল প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে শিশুটির মা তাকে নদীতে গোসল করাতে নিয়ে যায়। এ সময় গোসল করানোর পর শিশুটিকে মা তাকে পাশে দাঁড় করিয়ে রেখে কাপড় ধৌত করছিলেন। এ সময় শিশু‌টি খেলতে খেলতে হঠাৎ নদীতে পড়ে ডুবে যায়। ‌পড়ে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও শিশু‌টির সন্ধান পাওয়া যায়নি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদ জানান, এই স্টেশনে ডুবুরি না থাকায়, আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল আনা হয়েছে। তারা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply