ব্রাহ্মণবাড়িয়ায় পশু জবাই ও মাংস কাটতে গিয়ে শতাধিক আহত

|

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে। সোমবার (১৭ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই তথ্য জানা গেছে।

আহতদের মধ্যে বেশিরভাগেরই মাংস কাটতে গিয়ে হাত ও পায়ের আঙ্গুলসহ শরীরের বিভিন্ন স্থান কেটে গিয়েছে। আবার অনেকে পশু জবাইয়ের সময় গরু-মহিষের আক্রমণেও আহত হয়েছেন।

জানা যায়, সোমবার ঈদের দিন মৌসুমী কিছু কসাই ও কোরবানি দেয়া পরিবারের সদস্যরা পশু জবাই ও মাংস কাটার কাজে অংশ নেন। এ সময় পূর্ব অভিজ্ঞতা না থাকায় ছুরিকাঘাতে আহত হন তারা।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অনির্বান মোদক জানান, আহতদের প্রায় সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply