ভোরের আলো ফোটার আগেই গাজায় হামলা, নিহত অন্তত ১৩

|

ঈদের দিন পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১৮ জুন) গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে আইডিএফ।

বুরেজি শরণার্থী শিবিরে চালানো এ বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে একটি আবাসিক ভবন। প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি। নুসেইরাত শিবিরেও বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। সেখানে প্রাণ গেছে অন্তত ১২ জনের। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন আরও অনেকে।

এদিকে, দেইর-আল-বালায় বিরতিহীন টহল দিচ্ছে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চালানো ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৩৭ হাজার ৩৪৭ ফিলিস্তিনির। গুরুতর আহত হয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply