গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত, আহত ১০

|

সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস, প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দশজন। আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মুকসুদপুর উপজেলার মোল্লাদি গ্রামের রাজিব শেখ (২২) এবং একই গ্রামের সাহেব আলি (৫০)। আহতদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শিশু জান্নাতী (১০) ও সাবিহাকে (১) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার চরপ্রসন্নদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ঘণ্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণে প্রাইভেটকার ও ইজবাইকটি দুমড়ে মুচড়ে যায়। আর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply