জাদরানকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু রিশাদের

|

জিতলেই ইতিহাস গড়ে সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান। আর্নস ভেলের উইকেট বোলিং সহায়ক। এমন ক্রিজে ঝড়ো রান তোলার চেয়ে টিকে থাকাই চ্যালেঞ্জ। এমন পিচে দেখেশুনেই খেলছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তাদের সর্তক ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই দলীয় অর্ধশতক তুলেছেন এই ব্যাটার।

প্রথম ১০ ওভারে ‍উইকেটে টিকে থেকে ৫৮ রান তোলে আফগানরা। এরপরই উদ্বোধনী জুটি ভেঙেছেন টাইগার লেগস্পিনার রিশাদ হোসেন। তার বলে তানজিম হাসান সাকিবের ক্যাচ হয়ে ফিরেছেন ইবরাহিম জাদরান।

যদিও পাওয়ার প্লে’তে সাকিব আল হাসানের বলে শর্টে ক্যাচ তুলেছিলেন জাদরান। তবে সেই ক্যাচটি আটকাতে পারেননি তাওহিদ হৃদয়। পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওই ওভারের তৃতীয় বলে শর্ট লেংথের বলে টেনে মেরেছিলেন ইব্রাহিম। তবে এক্সট্রা কাভারে একটু লাফ দিয়ে নাগালে পেলেও ক্যাচ ফেলে দেন হৃদয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply