১৫ বছর পর সেঞ্চুরিহীন বিশ্বকাপ দেখলো পৃথিবী

|

ছবি: সংগৃহীত

পর্দা নামলো নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২৯ দিন ও ৫৫ ম্যাচের এই মেগা ইভেন্টের শেষ হাসি হাসলো ভারত। অনেক দলগত ও ব্যক্তিগত রেকর্ডের পসরা সাজিয়ে বসেছিলো এবারের আসর। তবে ছিলো না কোন শতক। ২০০৯ সালের পর দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর এটি, সেখানে কোন ব্যাটারের ব্যাট থেকে আসেনি শতরানের ইনিংস।

এবারের আসরে নব্বইয়ের ঘরে নিজের ব্যক্তিগত ইনিংসকে নিয়ে যেতে পেরেছেন তিনজন ব্যাটার। নিকোলাস পুরান ৯৮, অ্যারোন জোন্স ৯৪* ও রোহিত শর্মা ৯২।

উল্লেখ্য, ২০০৭ সালের পর দ্বিতীয়বার এবং তৃতীয় দেশ হিসেবে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো রোহিত শর্মার দল। জোহানেসবার্গের পর বার্বাডোসে সুখস্মৃতি সঙ্গী হলো ভারতের।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply