মেসিবিহীন আর্জেন্টিনাকে জেতালেন মার্তিনেজ

|

কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে ম্যাচে মাঠে নেই লিওনেল মেসির। অন্যদিকে, ডাগআউটে নেই কোচ লিওনেল স্কালোনি-ও। তবে তাতে কি! সব বাধা পেরিয়ে পেরুকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেজ। আজকে পেরুর বিপক্ষে আর্জেন্টিনা আলবিসেলেস্তেদের জয়ের নায়ক-ও তিনি। নীল-সাদা জার্সির হয়ে করেন জোড়া গোল। ফলে গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে পেরুর হারিয়ে পয়েন্ট টেবিলে ৩ ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে মেসিসহ বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। লক্ষ্য একটাই! জিততেই হবে! ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে গিয়ে পেরুর রক্ষণের পরীক্ষা নেন আলেহান্দ্রো গারনাচো। ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। তবে ফ্রি–কিক থেকে লেয়ান্দ্রো পারাদেসের নেয়া শট ঠেকিয়ে দিয়ে পেরুকে বাঁচান গোলরক্ষক পেদ্রো গায়াসি।

ম্যাচের ৪৪ মিনিটে আবার দারুণ সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। তবে জিওভানি লো সেলসোর নেয়া শট আবারও ঠেকিয়ে দেন পেরুর গোলরক্ষক।

ম্যাচের দ্বিতীয়ার্ধে, এক আক্রমণ থেকে দি মারিয়ার পাসে গোল করেন লাউতারো মার্তিনেজ। গোল করেই দৌড়ে ছুটে যান বেঞ্চে থাকা মেসির কাছে। গোলের আনন্দ ভাগাভাগি করে নেন মার্তিনেজ-মেসি-  দি পল।

ম্যাচের ৬৯ মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভেতর হ্যান্ডবল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় পেরু। কিন্তু পেনাল্টি থেকে ব্যবধান ২–০ করতে ব্যর্থ হন পারাদেস। গোলরক্ষক ভুল দিকে ঝাঁপ দিলেও, পারাদেসের শট ফিরে আসে পোস্টে লেগে।

৮৬ মিনিটে আর্জেন্টিনা অবশ্য ঠিকই দ্বিতীয় গোলটি পেয়ে যায়। নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্তিনেজ। এ নিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ৬ ম্যাচে ৭ গোল করলেন মার্তিনেজ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply