‘টাকা পাচার রোধে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনতে হবে’

|

ফাইল ছবি

টাকা পাচার বন্ধে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে নজরদারি আইনের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। আজ রোববার (৩০ জুন) সিআইডি সদর দফতরে অনলাইন জুয়া নিয়ে একটি গবেষণা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিআইডি প্রধান বলেন, অনলাইন জুয়ার আইনটি জরুরি ভিত্তিতে সংসদে পাশ করা উচিত। দেশে কতো মানুষ জুয়ায় জড়িত, তার সঠিক কোনো তথ্য নেই। তবে সামাজিকমাধ্যমে সাড়ে ছয় হাজার গ্রুপ আছে, যারা নিয়মিত জুয়া খেলছে। এদের মাধ্যমে কতো টাকা বিদেশে পাচার হচ্ছে, তারও কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই।

মোহাম্মদ আলী মিয়া আরও বলেন, অনলাইন জুয়া ও টাকা পাচার ঠেকাতে দ্রুত মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনতে হবে। জুয়া নিয়ে একটি সেন্ট্রাল ডেটাবেজ গঠনের দাবিও জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply