শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িঘরে ব্যাপক হামলা-ভাঙচুর, লুটপাট

|

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাদী হয়ে ভুক্তভোগী আনারুল মোল্যা শৈলকুপা থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজহারে বলা হয়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেন বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক ছিল। শনিবার রাতে শেখড়া গ্রামের মোল্লা পাড়ায় ফারুকের সমর্থক আমোদ ফকির ও গিয়াস বিশ্বাসের লোকজন মফিজের সমর্থক শাহাদাৎ শেখ, মনিরুল শেখ, আবু কালাম, গফুর মোল্লা, মজিবর শেখ, আজিবর শেখসহ ১০ জনের বাড়িতে হামলা চালায়।

হামলায় ভুক্তভোগীদের বাড়ি-ঘরে ব্যাপক লুটপাট চালানো হয়েছে বলে এজহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া হত্যা চেষ্টাসহ এক গর্ভবতী নারীর পেটে লাথি মারার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার রাতে শেখড়া গ্রামে বেশ কিছু বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংবাদ পওয়ার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply