জঙ্গি নিয়ন্ত্রণে র‍্যাব অনেক আধুনিক হয়েছে: র‍্যাবের মহাপরিচালক

|

সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপর থাকলেও দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে র‍্যাব অনেক আধুনিক হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশীদ।

সোমবার (১ জুলাই) হলি আর্টিজানের জঙ্গি হামলা প্রতিরোধে নিহত পুলিশ সদস্যের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে আর কখনও জঙ্গি উত্থান হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গিরা তৎপর আছে। পলাতক জঙ্গিদের নজরদারি মধ্যে রাখা হয়েছে। ভারচুয়াল ওয়ার্ল্ডেও তৎপর র‍্যাব। ২০১৬ এর পর র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে জঙ্গী নির্মূলে সাড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply