২৪ ঘণ্টায় ৬০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ওপরে সুরমার পানি 

|

সুনামগঞ্জ করেসপনডেন্ট: 

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। ২৪ ঘন্টায় ৬০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে সুরমা নদীর পানি।   

সীমান্তঘেঁষা নদী যাদুকাটার পানিও বইছে বিপৎসীমার উপর দিয়ে। পাহাড়ি ঢলের পানিতে সড়ক ডুবে বন্ধ আছে তাহিরপুরের সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ।

বৃষ্টিপাত ও ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে ১৭০ মিলিমিটার ও চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার। 

পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতে এবং সুনামগঞ্জে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও, আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্ভাবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply