বরগুনায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত তিমি

|

বরগুনার পায়রা নদীর তীরের সংরক্ষিত বনে জোয়ারের পানিতে ৩২ ফিট লম্বা বিশালাকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে। সোমবার (১ জুলাই) দুপুরের দিকে তিমিটিকে দেখতে পায় স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, জেলেরা এম বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়া চরে মাছ ধরতে যাওয়ার সময় তিমিটি দেখতে পায়। জোয়ারের পানি নেমে গেলে সংরক্ষিত বনে মৃত তিমিটি আটকে যায়। তিমিটির মুখ ও পেটের দিকের অংশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এদিকে তিমিটিকে দেখতে সংরক্ষিত চরের বনে ভিড় করছে উৎসুক জনতা।

পরিবেশকর্মী আরিফ রহমান বলেন, তিমিটিকে সঠিকভাবে মাটিচাপা না দেয়া না হলে পরিবেশের ক্ষতি হবে। তিমিটির শরীরের বিভিন্ন অংশ পানিতে মিশলে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এবং দুর্গন্ধ ছড়াবে।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা বলেন, মৃত তিমিটি মাটিতে পুঁতে ফেলা হবে। মঙ্গলবার সকালে তিমিটিকে মাটিতে পুতে ফেলার ব্যবস্থা করা হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply