উদ্বোধনী জুটি ভাঙলেন সাকিব

|

Bangladesh cricketer Shakib Al Hasan (L) celebrates with teammate Mehidy Hasan (R) after he dismissed Afghan batsman Mohammad Shahzad during the one day international (ODI) Asia Cup cricket match between Bangladesh and Afghanistan at the Sheikh Zayed Stadium in Abu Dhabi on September 20, 2018. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

২ ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। সেই টার্গেটে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে তারা। তবে শুরুটা খুব একটা ভালো হলো না তাদের। দলীয় ২৯ রানের ফিরে গেলেন কাইরন পাওয়েল। তাকে রুবেল হোসেনের ক্যাচ বানিয়ে ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভাঙলেন সাকিব আল হাসান।

শেষ খবর পর্যন্ত ৯ ওভার শেষে ১ উইকেটে ৩০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ১৭ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে তার সঙ্গে যোগ দিয়েছেন ড্যারেন ব্রাভো।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্যকে পাশে পান উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। টসে জিতে যান তিনি, হেরে যান স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টেস্টের পর ওয়ানডে সিরিজেও ক্যারিবীয়দের ধোলাই করতে চায় তারা। সেই টার্গেটে এ ম্যাচে নিজেদের সবশেষ ওয়ানডে একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অন্তর্ভুক্ত হয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।

এ ম্যাচ দিয়ে অনন্য মাইলফলক ছুঁলেন মাশরাফি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে ম্যাচ খেলার নজির গড়লেন তিনি।

টেস্টে ভরাডুবির পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। এ লক্ষ্যে তারা একাদশে ফিরিয়েছেন দুই বছর পর ওয়ানডে দলে ডাক পাওয়া ড্যারেন ব্রাভোকে। জায়গা পেয়েছেন রোস্টন চেজ।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরান পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশান টমাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply