শৈলকুপায় বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা

|

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের গাড়ি বহরে হামলা করেছে দূর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা প্রার্থীর গাড়ি এবং তার সাথে থাকা নেতকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া দুইটি মটোরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

আসাদুজ্জামান জানান, তিনি বিকালে নেতাকর্মীদের সাথে শেখপাড়া বাজারে শান্তিপূর্ণ পরিবেশে গণ-সংযোগ চালাচ্ছিলেন। সন্ধ্যায় হঠাৎ বেশ কয়েকজন সন্ত্রাসী গণ-সংযোগে হামলা চালায়। পরে এলাকাবাসীর প্রতিরোধে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলেও তিনি জানান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ুবুর রহমান জানান, তিনি একটি মিটিংয়ে আছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি অনুকুলে আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply