‘ড. কামালের ভাষায় মনে হচ্ছে উনি পাকিস্তানের দালালি করছেন’

|

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মহাজোট প্রার্থী জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হুমকির ভাষা থেকে ড. কামাল হোসেনের আসল চেহারা বেরিয়ে এসেছে। মনে হচ্ছে আসলেই উনি পাকিস্তানির দালালি গ্রহণ করেছেন। এটা গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের জন্য হুমকি। ড.কামাল হোসেনের কাছ থেকে আমরা এমন কিছু আশা করিনি।

শনিবার দুপুরে মিরপুর উপজেলাধীন হালশা এলাকায় বিভিন্ন স্থানে নিজের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইনু বলেন, বিএনপি-জামায়াত ও তার দোসর জঙ্গিদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ড. কামাল হোসেন গণমাধ্যমকে স্তব্ধ করার হুমকি দিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, এ হুমকি গণমাধ্যম, গণতন্ত্রকে ধ্বংস করার হুমকি, এটা স্বাধীনতার বিরুদ্ধে ঔদ্ধত্য। তিনি বলেন, ভোটের পরিবেশ উৎসবমুখর থাকলেও ঐক্যফ্রন্ট বিএনপি-জামায়াতের কথাবার্তা ও আচরণ দেখে মনে হচ্ছে তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে।

শনিবার দিনব্যাপী মিরপুর উপজেলায় একাধিক পথসভায় ও গণসংযোগে সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চান হাসানুল হক ইনু। এ সময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply