রাখাইনে সহিংসতার জন্য সু চি সম্পূর্ণভাবে দায়ী: ড. ইউনুস

|

রাখাইনে সহিংসতার জন্য মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকেই সম্পূর্ণভাবে দায়ী করলেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে ড. ইউনুস আরও বলেন, সংকট সমাধানের দায় সু চি’র ওপর বর্তায়। যদি তার হাতে কোন ধরণের ক্ষমতা নাই থাকে তবে তার এখনই পদত্যাগ করা উচিত। তার অভিযোগ ক্ষমতায় থেকে মূলত সামরিক সরকারকেই মদদ দিচ্ছেন রাষ্ট্রীয় উপদেষ্টা। রাখাইনে সহিংসতা চালানোর জন্য প্রকাশ্যে সেনাবাহিনীর সাফাই গাওয়ায় সু চির তীব্র সমালোচনা করেন তিনি।

রাখাইনে গেলো ২৫ আগস্ট থেকেই চলছে বিরামহীন সেনা নিপীড়ন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, সহিংসতায় এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৫ লাখ ৮৯ হাজার রোহিঙ্গা উদ্বাস্তু।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply