১৩ শ্রমিক নিহতের ঘটনায় চালক-হেলপারের বিরুদ্ধে মামলা

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় চৌদ্দগ্রামে ইটভাটায় ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ১৩ শ্রমিকের মধ্যে নিহত রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদি হয়ে ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার এজহারে চালক ও হেলপারের নাম অজ্ঞাত রয়েছে।

আজ শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ।

তিনি জানান, ১৩ নিহত শ্রমিকের মধ্যে নিহত রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদি হয়ে ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, অবেহলার দায়ে ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ রয়েছে তদন্ত করতে গিয়ে দুর্ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের কোন ধরনের গাফিলতি থাকলে তাদেরকে মামলার আওতায় আনা হবে। পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের পৃথক দুইটি তদন্ত কমিটি করা হয়েছে। আমরা তদন্ত করছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply