ঋণ অবলোপনে বাড়তি সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

|

ব্যাংক খাতের প্রধান সমস্যা খেলাপি ঋণ কমানোর সহজ পথ বের করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবলোপনের জন্য এখন আর শতভাগ প্রভিশন লাগবে না। দুই লাখ টাকা পর্যন্ত ঋণ অবলোপনে মামলা করতে হবে না। এতদিন মামলা না করে অবলোপন করা যেত ৫০ হাজার টাকা। ঋণ অবলোপন নীতিমালায় শিথিল এনে এ সুযোগ দেয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করছে। এখন মাত্র তিন বছরের মন্দমানের খেলাপি ঋণ ব্যালেন্স শিট থেকে বাদ দিতে পারবে। এতে খেলাপি ঋণ আদায় না হলেও তা কাগজ-কলমে কমবে।

এতদিন কোনো ঋণ মন্দ মানে শ্রেণিকৃত হওয়ার পাঁচ বছর পার না হলে তা অবলোপন করা যেত না। বছরের পর বছর ধরে ব্যাংক ব্যবস্থায় মন্দ মানে শ্রেণিকৃত খেলাপি ঋণ স্থিতিপত্র থেকে বাদ দেয়াকে ঋণ অবলোপন-রাইট অফ বলে। যদিও এ ধরনের ঋণ গ্রহীতা পুরো টাকা পরিশোধ না করা পর্যন্ত খেলাপি হিসেবে বিবেচিত হন। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে ২০০৩ সাল থেকে ব্যাংকগুলো ঋণ অবলোপন করে আসছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply