বনানীর এফআর টাওয়ারে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে: ফায়ার সার্ভিস

|

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন।

বৃহস্পতিবার বিকালে ভবনটিতে আগুন পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

দেবাশীষ বর্ধন বলেন, এ ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। ভবনের ভেতরে ডেকোরেশনগুলো বেশিরভাগই ফোম ও সিনথেটিক ফাইবার উপাদানের, যে কারণে খুব ধোঁয়া হয়েছে। এর ফলে কাজ করতে আমাদের বেগ পেতে হয়েছে।

তিনি বলেন, আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। আমাদের ২৫টি ইউনিট কাজ করছে। এখানে ফায়ার সার্ভিসের ডিজি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত আছেন। তারা উদ্ধার কাজের তদারকি করছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ২১ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এ পর্যন্ত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

এছাড়া ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply