বনানীর আগুন মনিটরিং করছেন প্রধানমন্ত্রী

|

বনানীতে আগুন লাগার ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিচ্ছেন প্রধানমন্ত্রী।

হাছান মাহমুদ আরো বলেন, প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলে দ্রুত পদক্ষেপ নিতে বলছেন। এ সময় আগুনে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বিকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তথ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী নেতা এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এখন পর্যন্ত আগুনে মারা গেছে ১১জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply