বাংলাদেশে এলে সর্বোচ্চ শাস্তি হতে পারে শামিমার : পররাষ্ট্রমন্ত্রী

|

আইএসে যোগ দেয়া ব্রিটিশ তরুণী শামিমা বেগম বাংলাদেশে এলে সন্ত্রাসবাদের অপরাধে মৃত্যুদণ্ড পেতে পারেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আবদুল মোমেন।

তাঁর দাবি, শামিমার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক-ই নেই। জন্মসূত্রে সে ব্রিটিশ নাগরিক হওয়ায় যুক্তরাজ্য সরকারকেই তার দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের আইন সন্ত্রাসবাদের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে- এমন দাবি পররাষ্ট্রমন্ত্রীর। তিনি বলেন, বাংলাদেশে এলে শামিমাকে বিচারের মুখোমুখি হওয়ার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। ২০১৫ সালে, আইএসে যোগ দিতে লন্ডন থেকে সিরিয়া যান শামিমা। চলতি বছর নবজাতকসহ ইংল্যান্ডে ফিরে যেতে চাইলেও, মেলেনি অনুমতি। উল্টো ফেব্রুয়ারিতে তার নাগরিকত্ব বাতিল করে ব্রিটিশ সরকার। সম্প্রতি, বাবার সূত্রে শামিমাকে বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করেন তার আইনজীবী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply