কারা চাঁদাবাজি করে তা সাহস করে সরকারকে জানান: স্বরাষ্ট্রমন্ত্রী

|

রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর কারওয়ান বাজারে দোকান মালিক সমিতির আয়োজনে ‘মিতব্যায়ী হয়ে পণ্য ক্রয় ক্যাম্পেইন’ অনুষ্ঠানে এসব বলেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী, পণ্য আনা নেয়ায় কারা চাঁদাবাজি করে তা সাহস করে সরকারকে জানানোর আহ্বান জানান। মন্ত্রী বলেন, চাঁদাবাজির অজুহাতে দাম বাড়ানো যাবে না। দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। সংযমের মাসে নিত্যপণ্যের দাম বাড়ানোর সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় র‍্যাব মহাপরিচালক বলেন, যারা রোজার মাসে পণ্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তিনি আরও বলেন, যারা খাদ্যে ভেজালকারী তাদের ফাঁসি হওয়া উচিৎ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply