প্রাণসহ মানহীন ৫২ পণ্য বাজার থেকে সরিয়ে নিতে ৩ দিন সময়

|

৩ দিনের মধ্যে মানহীন ৫২টি পণ্য বাজার থেকে সরিয়ে নিতে পণ্যের মালিকানা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্ধ রাখতে বলা হয়েছে সেগুলোর উৎপাদন আর ডিস্ট্রিবিউশন।

একই সঙ্গে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতেও বিজ্ঞাপন আকারে গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। একই ইস্যুতে ঢাকার বাইরেও জেলা উপজেলা পর্যায়ে কাজ শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ মে ৫২টি মানহীন খাদ্য পণ্য বাজার থেকে সরিয়ে নিতে আদেশ দেন উচ্চ আদালত।

এর আগে খোলা বাজার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০৬টি খাদ্য পণ্যের নমুনা সংগ্রহ করে নিজেদের ল্যাবে পরীক্ষা করার পর ৫২টি পণ্য অনিরাপদ বলে ঘোষণা দেয় বিএসটিআই। এরপরই বেসরকারি এক ভোক্তা অধিকার সংস্থা উচ্চ আদালতে রিট আবেদন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply