সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া

|

বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান বলেছেন, দিনক্ষণ ঠিক না হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে। দ্বিতীয় দফায় ৬ হাজার রোহিঙ্গা পরিবারের ২৫ হাজার সদস্যের তালিকা মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগেও ২০ হাজার রোহিঙ্গার তালিকা দেশটিকে সরবরাহ করেছিল বাংলাদেশ।

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সফররত মিয়ানমার প্রতিনিধি দলের সাথে দু’ঘন্টা বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ বৈঠকের পর ব্রিফিং’য়ে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে জানান, তারা রোহিঙ্গাদের নিতে প্রস্তুত। রোহিঙ্গাদেরই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকটি হয়েছে মূলত রোহিঙ্গা গোষ্ঠী ও মিয়ানমার সরকারের মধ্যে সংলাপ হবে কিনা তা নিয়ে। সেখানে বাংলাদেশ দু’পক্ষকে সহায়তার আশ্বাস দিয়েছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্বে মিয়ানমারের দায় আছে এটা অস্বীকার করেছেন দেশটির পররাষ্ট্র সচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply