ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে কলেজছাত্র আটক

|

গাইবান্ধা প্রতিনিধি:

ফেসবুকে গুজব ছড়ানো ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট চেষ্টার অভিযোগে মারুফুল হাসান (১৯) নামে এক কলেজছাত্রকে আটক করছে র‌্যাব সদস্যরা। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড ও মেমোরি উদ্ধার করা হয়।

গতকাল সোমাবার সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চাপাদহ কুপতলা বাজারস্থ মাহি ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটারের দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক মারুফুল হাসান সদর উপজেলার কুপতলা চাপাদহ (মধ্যপাড়া) গ্রামের এটিএম আব্দুল মাবুদ মিয়ার ছেলে। মারুফুল হাসান মালিবাড়ির সোলায়মান নগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএচসি’র দ্বিতীয় বর্ষের ছাত্র।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, গাইবান্ধা ক্যাম্প্যের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মুন্না বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, মারুফুল হাসান ধর্মীয়-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, অস্থিরতা ও বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছিল।

তিনি আরও জানান, গুজব রটানোর অপরাধে মারুফুল হাসানের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ তাকে আদালতে হাজির করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply