পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই ভ্রমণ করতে পারবে সৌদি নারীরা

|

সৌদি আরবে লেগেছে পরিবর্তনের হাওয়া। এবার, পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন নারীরা।

শুক্রবার জারিকৃত রয়েল ডিক্রি অনুসারে, ২১ বছরের নারীদের পাসপোর্টের জন্য আর পরিবারের পুরুষদের অনুমতি লাগবে না। এছাড়া, নতুন ডিক্রিতে শিশুর জন্ম নিবন্ধন, বিবাহ এবং তালাকনামার আবেদনের অধিকারও দেয়া হয়েছে নারীদের।

নীতিমালায়, সৌদি নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়টিও রাখা হয়েছে। বলা হয়েছে- পঙ্গুত্ব, লিঙ্গ বা বয়সভেদে যে কোন সৌদি নাগরিকের কাজ করার সুযোগ রয়েছে। গেলো বছর জুনে, স্টেডিয়ামে খেলা দেখা এবং নারীদের গাড়ি চালনার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন সৌদি যুবরাজ। ভিশন-টোয়েন্টি থার্টি বাস্তবায়নে কর্মক্ষেত্রে ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে চান মোহাম্মদ বিন সালমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply