ভারতীয় সেনার বিপুল তল্লাশি, উদ্ধার ১টি ল্যান্ড মাইন

|

কাশ্মীরের অমরনাথে হামলা করতে যাচ্ছে পাকিস্তানী জঙ্গীরা এমন খবর পাওয়ার পরপরই নড়েচড়ে বসে গোটা ভারতীয় সেনাবাহিনী।

শুক্রবার এমন তথ্যই জানালো দেশটির সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যে এমন সংবাদ পাওয়ার পরই তীর্থ যাত্রীদের ফিরে যেতে নির্দেশ দেয় সেনারা। তারপরই গোটা এলাকায় সেনাবাহিনী বিপুল তল্লাশি চালায়। খবর এনডিটিভি’র।

বিপুল তল্লাশিতে সাফল্যও মিলেছে বলে দাবি করছেন ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস কমান্ডার লেফটেন্যান্ট কেজিএস ধিঁলো। তিনি বলেন, ‘আমাদের কাছে সংবাদ এসেছিল পাক সেনার সমর্থিত জঙ্গিরা সেখানে হামলা করতে পারে এরপরই আমরা সেখানে চিরুনি তল্লাশী চালাই। তল্লাশি চালিয়ে আমরা পাকিস্তানের তৈরী একটি ল্যান্ড মাইন ও একটি আমেরিকান স্নাইপার রাইফেল উদ্ধার করেছি।’

জেনারেল ধিঁলো বলেন, ‘আমরা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছি। শান্তিভঙ্গের কোন প্রক্রিয়াই বরদাস্ত করা হবেনা। আমরা কাউকে শান্তি ভঙ্গ করতে দিবনা।’

উল্লেখ্য, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কাশ্মীরে সর্বত্র বিপুল পরিমাণ সেনা মোতায়ন করে ভারত। সেখানে অতিরিক্ত প্রায় অর্ধ লক্ষ সেনার উপস্থিতি বাড়ায় ভারতীয় সেনাবাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply