আরও উত্তাল হংকং

|

প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে চলমান বিক্ষোভে আরও উত্তাল হয়ে উঠেছে হংকং। পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়ার লক্ষ্যে ধর্মঘট শুরু করেছে বিক্ষোভকারীরা।

সোমবার ২০টি খাতের অন্তত ১৪ হাজার শ্রমিক যোগ দিয়েছেন আন্দোলনে। বাস ও রেল স্টেশনগুলোয় অবস্থান নেয় বিক্ষোভকারীরা। বাতিল ঘোষণা করা হয়েছে শতাধিক ফ্লাইট। পরিচয় গোপন রাখতে সরকারি কর্মচারীদের অনেকেই ব্যবহার করছে কালো মাস্ক।

রোববারও সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। আন্দোলন দমনে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। আন্দোলন দমনে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিল ও প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগের দাবিতে প্রায় দু’মাস ধরে বিক্ষোভ চলছে চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply