আলতাদিঘীতে কালিম পাখি অবমুক্ত

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.
নওগাঁর ধামইরহাটে জাতীয় উদ্যান আলতাদিঘীতে বিরল প্রজাতির ৪ টি কালিম পাখি অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে পাখিগুলো অবমুক্ত করেন নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান।

এ সময় পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম ফরহাদ জাহান লিটন, বনবিট কর্তকর্তা আব্দুল মান্নান, বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগের বন কর্মকর্তা আশরাফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ধামইরহাট বনবিট কর্তকর্তা আব্দুল মান্নান জানান, নাটোর জেলার সিংড়ার চলনবিল থেকে কিছু দিন আগে বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ উদ্ধার করে ওই ৪টি বিরল প্রজাতির কালিম পাখি।

এরপর বিভাগীয় পর্যায় থেকে ওই ৪টি কালিম পাখি অবমুক্ত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply