উইঘুর নির্যাতনে উদ্বিগ্ন ফ্রান্স, পর্যবেক্ষকদের জিনজিয়াংয়ে প্রবেশাধিকার দিতে আহ্বান

|

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখতে স্বাধীন পর্যবেক্ষকদের জিনজিয়াংয়ে প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার পার্লামেন্টে রাখা বক্তব্যে চীনের আচরণের তীব্র নিন্দা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস দ্রিয়ঁ বলেন, উইঘুরদের ওপর যে নির্যাতন চলছে, সে ব্যাপারে বরাবরই ফ্রান্স উদ্বিগ্ন। অবিলম্বে, নিপীড়ন কেন্দ্রগুলো বন্ধের দাবি জানাচ্ছি। চীনের কার্যকলাপ অগ্রহণযোগ্য এবং স্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন।

এসময়, সত্যমিথ্যা যাচাইয়ের জন্য স্বাধীন-আন্তর্জাতিক তদন্ত কমিটিকে জিনজিয়াংয়ে প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানান তিনি। বলেন, সেখানকার সুষ্ঠু ও নিরপেক্ষ তথ্য স্বাধীন পর্যবেক্ষরাই তুলে আনতে পারবেন। এজন্য, তাদের প্রবেশাধিকার দিতে হবে।

কমপক্ষে ১০ লাখ উইঘুর মুসলিমের ওপর বর্বর নির্যাতন চালাচ্ছে বলে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জোরপূর্বক ধর্মান্তরিত, নীতি বর্জনে বাধ্য করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply