করোনা রোধে কোন মাস্ক কতটা সুরক্ষা দেয়

|

করোনা রোধে কোন মাস্ক কতটা সুরক্ষা দেয়

করোনার থেকে বাচঁতে মাস্কই হল প্রধান হাতিয়ার। তাই প্রতিমুহূর্তে সঠিক নিয়ম মেনে মাস্ক পরতে হবে। তবে বেশিরভাগ মানুষ জানে না যে, কী ধরনের মাস্ক পরতে হবে এবং কোনো মাস্ক করোনা থেকে কতটা সুরক্ষা দেয়।

তিন স্তরের সার্জিক্যাল মাস্ক এবং এন-৯৫ মাস্কই সবচেয়ে বেশি কার্যকর। এছাড়া ঘরে তৈরি কাপড়ের তিনস্তরের মাস্কও পরতে পারেন। আসুন জেনে নেই সংক্রমণ রোধে যেসব মাস্ক ব্যবহার করবেন-

* এন-৯৫ মাস্ক ব্যবহার করতে পারেন। এই মাস্ক আপনাকে করোনার পাশাপাশি বায়ুবাহিত জীবাণু থেকে রক্ষা করবে। এই মাস্কের ভাইরাস প্রতিরোধের ক্ষমতা প্রায় ৯৫ শতাংশ।

* নীল ও সবুজ রঙের তিন স্তরের সার্জিকাল মাস্ক ব্যবহার করতে পারেন। এসব মাস্ক ওষুধের দোকানে পাওয়া যায়।

* এন-৯৫ মাস্ক ছাড়াও এফ এফ পি-১, এফ এফ পি-২ এবং এফ এফ পি-৩ মাস্ক বেশ সুরক্ষিত। তবে এফ এফ পি-১, এফ এফ পি-২ থেকেও এফ এফ পি-৩ মাস্কের ভাইরাস প্রতিরোধের ক্ষমতা অনেকটাই বেশি। প্রায় ৯৯ শতাংশ সুরক্ষা দেয়।

* ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন। তবে এটি অবশ্যই তিন স্তরের হতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply