বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের স্থলাভিষিক্ত হচ্ছেন কাউন্সিলর কিরণ

|

জাহাঙ্গীর আলম ও আসাদুর রহমান কিরণ।

মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করায় তার স্থলাভিষিক্ত হলেন গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। মেয়র নির্বাচন না করেও দ্বিতীয়বার মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে স্থানীয় সরকার প্রজ্ঞাপন জারি করার পর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে মেয়র জাহাঙ্গীরকে বরখাস্ত করার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এরপর গঠন করা হয় তিন কাউন্সিলরের সমন্বয়ে একটি মেয়র প্যানেল, যাতে প্রথমে রাখা হয় কিরণের নাম। এর মানে তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন।

এর আগে গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এমএ মান্নান জেলে যাওয়ার পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তৎকালীন কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। এবার দ্বিতীয় মেয়াদের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের পর আবারো ভারপ্রাপ্ত মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি।

২০১৩ সালের প্রথম নির্বাচনে ও ২০১৮ সালের দ্বিতীয় নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন আসাদুর রহমান। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply