আফ্রিকা থেকে আসা সবার কোয়ারেন্টাইন বাধ্যতামূলক: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সতর্কতামূলক কর্মসূচি গ্রহণে সব মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (০১ ডিসেম্বর) সকালে মহাখালীতে বিশ্ব এইডস দিবসের আলোচনায় এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আফ্রিকা অঞ্চলসহ বিদেশ থেকে আসা সবাইকেই ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। আর আফ্রিকা অঞ্চল থেকে আসা সবার ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

মন্ত্রী জানান, কোয়ারেন্টাইনের জন্য তালিকাভুক্ত হোটেলগুলোকে প্রস্তুত করার নির্দেশ করা হয়েছে। আফ্রিকা অঞ্চলে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিজ কর্মস্থলে অবস্থানের আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

এর আগে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত এক মাসে আফ্রিকা থেকে ২৪০ জন দেশে এসেছেন। তারা ঠিকানা ও মোবাইল নম্বর গোপন করায় তাদের শনাক্ত করা যায়নি। তবে এমনটি না করার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply