হংকংয়ের সুরক্ষা নিশ্চিত করতেই চীনের এক দেশ দুই নীতি জারি থাকবে: জিনপিং

|

ছবি: সংগৃহীত

যত বাধাই আসুক না কেন, হংকংয়ের সুরক্ষা নিশ্চিত করতে চীনের এক দেশ দুই নীতি জারি থাকবে বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেয়ে চীনের সাথে যুক্ত হওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে হংকং সফর করছেন জিনপিং। প্রায় ৫ বছর পর হংকং সফরে গেলেন চীনা প্রেসিডেন্ট। শুক্রবার (১ জুলাই) অঞ্চলটির নতুন প্রধান নির্বাহী হিসেবে শপথ নেন জন লি।

শপথ অনুষ্ঠানে দেয়া ভাষণে জিনপিং বলেন, এক দেশ দুই নীতি ইতোমধ্যেই তার যথার্থতার প্রমাণ দিয়েছে। এরকম উপযোগী ব্যবস্থা বাতিল করার পরিকল্পনা চীনের নেই। হংকংয়ের নিরাপত্তা নিশ্চিতে বেইজিং বদ্ধ পরিকর বলেও জানান তিনি।

আরও পড়ুন: নূপুর শর্মাকে পুরো দেশের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply