বেনাপোল সীমান্তে ১৭টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

|

আটককৃত স্বর্ণ পাচারকারী।

বেনাপোল প্রতিনিধি:

যশোরের সীমান্তবর্তী শার্শা উপাজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ২ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মোনতাজ হোসেন বেনাপোলের পুটখালি গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে স্বর্ণের বারসহ মোনতাজ হোসেনকে আটক করা হয়। বিজিবি জানায়, রুদ্রপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির
একটি টহলদল অভিযান চালায়। সেখান থেকে ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেনকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলোর বাজার মূল্য ২ কোটি টাকা বলে জানায় বিজিবি।

এনিয়ে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ পিএসসি জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে থানায়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply