প্রধানমন্ত্রী সমাবেশ করতে পারলে খালেদা জিয়া কেন পারবেন না: ডা. জাফরুল্লাহ

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করতে পারে, তাহলে খালেদা জিয়া কেন গুলশান থেকে পল্টনের সমাবেশে যেতে পারবেন না বলে প্রশ্ন তুলেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক পাটির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এ এসএম সোলায়মানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় এ প্রশ্ন রাখেন তিনি। বলেন, খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। কিন্তু এই শর্ত বেঁধে দেয়া জামিন অর্থহীন। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত না করারও দাবি জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এবার আর দিনের ভোট রাতে করা যাবে না জানিয়েছ গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, ইভিএম দিয়ে প্রতারণা চলবে না। সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দেয়ারও আহ্বান জানান।

এ. এস. এম সোলায়মানকে স্মরণ করে তিনি বলেন, তিনি আমৃত্যু কৃষক শ্রমিকের পক্ষে সংগ্রাম করেছেন। তার হাত ধরেই ততকালীন সংসদে শ্রমিকদের পক্ষে বহু প্রস্তাব উত্থাপন ও পাস হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply