ইহুদিদের নাগরিকত্ব দেবে সুদান

|

দেশ ত্যাগ করা ইহুদিদের নাগরিকত্ব দেবে সুদান। যারা কয়েক বছর আগে দেশ ছেড়ে চলে গিয়েছেন ইতিমধ্যে তাদের সুদানে ফেরারও আহ্বান জানানো হয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

শুক্রবার ধর্মমন্ত্রী নসর-উদ্দিন মোফারাহ জানিয়েছেন, ইহুদিদের ফিরে আসা উন্মুক্ত। তারা এখন অন্যান্য জাতিগত গোষ্ঠীর মতো নাগরিকত্ব উপভোগ করতে পারবেন।

আল-আরাবিয়া টিভিতে ধর্মমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, সুদান বিভিন্ন ধারণা, মূল্যবোধ, সংস্কৃতি এবং বুদ্ধিভিত্তিক অনুপ্রেরণাকে স্বাগত জানায়।

দেশটিতে থাকা খ্রিস্টান ও ইহুদি এবং যারা চলে গিয়েছিলেন তাদের কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অন্যান্য ধর্মাবলম্বীদের স্বাগত জানানো হচ্ছে।

এ সময় তিনি চলে যাওয়া ইহুদিদের ফিরে আসার আহ্বান জানান। তাদের নিজেদের অধিকার এবং নাগরিকত্ব নেয়ার কথা উল্লেখ করে নসর-উদ্দিন বলেন, সুদান নাগরিক রাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply